মুখে আগুন

শ্রদ্ধা নামে মুখে আগুন শ্রাদ্ধ নামে লুট
গাব্বার সিং ছদ্মবেশে মিথ্যে রবিনহুড।
শ্রাদ্ধ নাকি শ্রদ্ধা হতে টাক ও টিকি কয়।
আর অভিধান… হা হা হা
সত্য বলা বারণ, পাছে ব্যবসা বন্ধ হয়।

মুখোশ খুলে দিলেন ঠাকুর…
মুখোশ খুলে দিলেন ঠাকুর দীনকৃষ্ণ নাম।
ভন্ডের দল পালিয়ে বাঁচে শিরার ছোটে ঘাম।
শ্রাদ্ধ শ্রাদ্ধ শ্রাদ্ধ করে লুটছে সমাজ লুটছে দেশ।
প্রবাঞ্চকের মুখে রুমাল চোখে সানগ্লাস এই তো বেশ।

জন্ম হয়েই যে-মার বুকের রক্ত চুষে খেলে
মরার পরে সেই মায়েরই মুখে আগুন দিলে!
দিচ্ছ খেতে পুকুর পাড়ে কাঁচা কলায় পিন্ড দান।
এমন শ্রদ্ধা কে শেখাল কোন সমাজের অভিধান?

এই কি তোমার শ্রদ্ধা জ্ঞাপন এই কি তোমার মাতৃপ্রেম।
নাকি কোন ধর্ম নামের সস্তা পিটুইটারির গেম।

ভাবতে তোমায় হবেই মানুষ, হয়তো আজ নয়তো কাল।
ভাবনায় যার বন্ধ তালা তার দুঃখ চিরকাল।
হলেই বা তা শুধুই নিজের! ভাবো- বন্ধু ভাবছো ভুল।
প্রজন্ম এক গাছ জেনো আর তুমি সর্বনাশের মূল।

কবি : সুরজিৎ সী

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started